Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা

স্বপ্ন স্বপ্ন আমি
রাজলক্ষী দেবনাথ

ভাবনার সাথে আমার বড্ড মাখামাখি 
গা সওয়া ঠিকানার মতো।
ইচ্ছের চাদর গায়ে 
হারিয়েছি দু-পায়ে হাঁটা সোনালী পথ-
পৌঁছাতে সেই ঠিকানায় 
যেখানে স্বপ্নের ঘুড়ি ওড়ে সমুদ্র বুকে
মলিন চিন্তারা যেখানে 
উঁকি মারে সাদা জোছনায়,
বস্তির মেয়েটা যেখানে 
খুশীর ঢেউ তুলে স্রোত হয় নিজে
আমিও হই নিরুদ্দেশ। 
সাজানো বাষ্পের ভেলায় নিজেকে এলিয়ে 
ক্ষান্ত হই অগোছালো স্বপ্নের সাকার দেখে,
খসে পড়া তারার মাঝে নিজেকে খুঁজে পাই




মনডিঙ্গা
সন্দীপা পাহাড়ী

পাশে আছ তুমি, কাছে নেই তুমি
শরীর আছে, নেই মন
ছুঁতে পারি, বলতে পারি
বাইর-ভেতর তুমি আর আমি।
পদ্মপাতায় শিশির বিন্দু
ছুঁতে গেলেই জলবিন্দু!
পাক্ষিক চাঁদ আসে
আমাদের ডিঙ্গা ভাসে!
মন-শরীরের খেলায়
কখন যে তুমি শরীর; কখন
যে আমি!
মেলাতে পারিনা হিসেব
মন হেরে যায় হেলায়




 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.