Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সমস্ত স্রোত যদি বিপক্ষে গিয়েছে / চন্দনকৃষ্ণ পাল

ইচ্ছে থাকলেও সাদা কাগজে আর আঁচড় কাটা যায় না
ইচ্ছে থাকলেও কবিতার সাথে গল্পে মেতে উঠি না আজ কাল


একান্ত অনিচ্ছা সত্ত্বেও ব্যস্ততার সাথে আজ
ভীষণ মিতালী-
যেন, কতো পুরানো পরিচয় তার সাথে!
শ্রাবনীর চিঠির জবাব দেওয়া হয় না এখন
দূরালাপনীতেও আজ ভাসে না দুটো কণ্ঠস্বর
বন্ধুরা ঝাড়ি ছাড়ে সন্নাসী হয়ে গেছো বাছা?

নিরবতাকেই নিয়েছি সংগী করে, হৈ চৈ করার ইচ্ছেকে
ভীষণ ধমকাই, গলাটিপে ধরি যখন তখন,
সমস্র স্রোত যদি বিপক্ষে গিয়েছে, আমিও
দেখে নেবো কতো দিন থাকা যায় স্তব্ধ নিরব







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.