Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কোথাও একটা / অনির্বাণ ভট্টাচার্য

কোথাও একটা বেড়াল মরার কান্না
কোথাও একটা দিগন্তহীন রোদ
এই আকালে উত্তর কলকাতা
যেভাবে দেখছে দক্ষিণী হিল্লোল

কোথাও একটা বনেদি বাড়ির ছাদ
রুমাল বোলানো রং রহস্যে টানটান
বেলোয়ারি কাঁচ দেয়াল ঘরের শীতে
যেভাবে ফোঁপায় একলা পরিশ্রান্তা

মোহনা মেদুর মল্লার ভাটিয়ালি
কোথাও একটা সুর তোলে নদীমাতৃক
কোথাও একটা দরজা কাঁপানো ঝড়ে
যেভাবে ত্রস্ত অভিসারে আসা যাত্রী

কোথাও একটা পড়শি ঘরের সঙ্গম
কোথাও একটা উত্তাপ খোঁজা ভিক্ষে
এক হয়ে গিয়ে যেভাবে পরম্পরায়
একটানা ভুল লক্ষ্যেতে শর-নিক্ষেপ

কোথাও একটা মসজিদ ভাঙ্গা অঙ্গন
চুরি করে নেয় বারোয়ারি মেঘ, বরসাত
কিছুটা অভাব কিছুটা ক্লেপ্টোম্যানিয়া
যেভাবে কাড়ছে সেকুলার ভয় ভরসা

সেভাবেই এলি? এশহরে শোক-সন্তাপ -
নখ-দাঁত-জিভ-ছোবলে-হুলে কি বিষ !
আমিও কাঙ্গাল, এক থালা ভাত ইশারায়
ভেতরে ডাকছি, ছিটকিনি তুলে দিস 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.