Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অলক্তরাগ / সুমন্ত চট্টোপাধ্যায়

()
জলদগম্ভীর স্রোতেদের থেকে
লিখে রাখি
কবি চেনার সহজ উপায়:
দু'চোখের নীচে ছড়ানো কালিমারেখা,
তার অতলস্থিত সৌন্দর্যের আকর-

()
মিশরীয় লিপির মত দুর্বোধ্য রাতগুলো
চুপচাপ দেখে:
ছায়াও যেন কোনো মর্মর প্রাসাদ
যা কায়াকে আমন্ত্রণ জানায়
প্রতিটা নি:শব্দ মুহূর্তে-

()
এ জগৎ-এ অস্তিত্ব
গন্ধর্ব নগরীর মতই অলীক,
আয়নায় প্রতিবিম্বের মত মিথ্যা
সমস্ত ভিজে যাওয়া কথাদের
মেলে রাখি কাব্যের শাখা-প্রশাখায়-
 
()
সে কি পারে আলো দেখাতে?
শব্দের পালক ছুঁয়ে ছুঁয়ে
কবুতর-প্রাণ অধরা-ই রয়ে যায়,
সামান্য আলেয়ার তাগিদ
কবি তলিয়ে যান কয়েকজন্ম আঁধারে-

()
নিতান্তই অভ্যাসের বশে
পথ হাতড়ে চলেন তিনি
সাদা পাতা থেকে বারবিলাসিনী শরীর,
প্রাণহীন মুদ্রাসঙ্গম শুধু-
কিছু সমাপ্তি ঈশ্বরও বুঝতে পারে না।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.