ওয়াচ টাওয়ার থেকে / চন্দনকৃষ্ণ পাল
ওটাতো বিলাপ ধ্বনি, আমি বুঝি
যতোই হাসো না তুমি
অনন্তের গান মুখে রেখে
হেতাল ঝোপের নীচে
আলো জ্বলা চোখ নিয়ে বসে থাকে যে
সেও জানে পালাবার পথ আর নেই!
ওয়াচ টাওয়ার থেকে দেখে ফেলি
তোমাদের অন্তরঙ্গ দিন
আলো ছায়া রেখে যায়
মাথা উঁচু করে রাখা বাইনের গাছ।
কে বা কুহু দেয়, সতর্ক করা কার কাজ
পাকা ফল পেয়ে
সেও আজ গেছে ভুলে
বনভূমিতে তার নিজস্ব বিপদ ।
কোন মন্তব্য নেই