Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ছেলেটা / আকাশ গঙ্গোপাধ্যায়

সেদিনও ছেলেটা বেহিসাবি হতে জানত
তার ঈশ্বর দু-হাতে বৃষ্টি নামালে
লঘু দিগন্তে শেষ হয়ে যেত প্রান্তর
মাথায় সূর্য, খাতার পেছনে পদ্য
ছায়া ছায়া মুখে দাঁড়িয়ে রয়েছে নায়িকা
বাহুডোরে নিলে শিহরণ অনবদ্য
যখন মেজাজ ভালো থাকে, বলে দুটো নে
মায়ের আঁচলে গিঁট বাঁধা ছিল বাতাসা
এসব বর্ষা ভুল করে আসে উঠোনে
সচেতন হয়ে ফিরে গিয়েছিলে শান্ত
থামালোনা কেউ ডেকে তাকে আর পিছনে
কারণ ছেলেটা বেহিসাবি হতে জানত।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.