Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আকাশ আসছে / সুকণ্যা সাহা

আজ আকাশ আসছে                                                            
মধ্যরাতের ফ্লাইট যখন বিমানবন্দরের মাটি ছোঁবে  
শহরটা তখন নিয়ন আলোয় ঝকঝক করবে
অনেকদিন পর আজ আসছে আকাশ এই শহরে  
তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরের জারুল গাছটা দাঁড়িয়ে আছে নির্ঘুম
যেন তাকে ছুঁয়ে দেবে আকাশ বেরোনোর সময়
আর ফুল ফুটবে কাঠখোট্টা শুকনো জারুলের  বুকে
আজ আকাশের মন ভালো নেই
অনেকদিন দেখেনি যে তার মনকে
এই শহরের কাছে তাকে গচ্ছিত রেখে গিয়েছিল সে
এই ধূলো ধোঁয়া ইঁট কাঠ পাথরের শহরেতে না জানি সে কেমন আছে
মুখের উজ্জ্বল আলোটা কেমন জানি নিভে গেছে রাতের মতোই।
চেক আউট করে সে যখন ট্যাক্সি নেবে
ভোরের সূর্যটা একটা লাল বিন্দির মতো টুপ করে লাফিয়ে পড়বে গঙ্গার জলে
আর হাওড়া ব্রীজের মাথা কাঁচা সোনার মত রোদ্দুরে মাখামাখি হয়ে যাবে
আবার একটা নতুন দিন
তার মনের সঙ্গে দেখা হওয়ার দিন


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.