জন্মান্তর / মহুয়া ঘোষ
আমার তেপান্তরী মন ছুট লাগাতেই
পথ আগলে ধ্বংসস্তূপ জীবন;
ভেবেছিলাম মাধুকরী আমি
গেরস্থালীর উঠোন পেরিয়ে যাবই যাবো এবার...
চেনা শহর, জানা পথ-ঘাট,
চেনা চেনা অলি-গলি পেরিয়ে
কয়েক হাজার ফুট আইসোলেশন ;
হঠাত কোন বিপরীত মুখী অন্ধ পিছুটান....
…বৃদ্ধ
বটের খাঁজে, শিকড়ে-বাকড়ে...
পুরোনো তৃষ্ণা, জর্জরিত প্রেম,
মোহময় আঁচ... গভীর খাদের ধার থেকে
উড়ো চিঠি ফিরে ফিরে আসে...বার বার;
তাই আজ ও
এক অস্থির রাতের অপেক্ষা
তেপান্তরী মন নিয়ে
ধ্বংস স্তূপের ডেরায় ।।
কোন মন্তব্য নেই