কান্নাসমগ্র -১০ / রফিক হাসান
আলো করে যে আসে, সে
অন্ধকার রেখে চলে যায়।
অন্ধকার রেখে চলে যায়।
বনের যতো গভীরতা শূন্যতা কি কম?
পথের শত ভ্রম ছড়িয়ে থাকে
পথের মায়ায়।
যাকে তুমি ভালোবাসা বলো
সে শুধুই কাছে আসা, শুধুই বিদায়।
পথের শত ভ্রম ছড়িয়ে থাকে
পথের মায়ায়।
যাকে তুমি ভালোবাসা বলো
সে শুধুই কাছে আসা, শুধুই বিদায়।
বিষাদের লতাতন্তু, সুতো ছেঁড়া প্রাণ
জীবন অচেনা সুরে চিরচেনা গান।
জীবন অচেনা সুরে চিরচেনা গান।
sundor
উত্তরমুছুন