বোধিবৃক্ষ / মাহমুদ নজির
বোধিবৃক্ষের ডালে ডালে ঝুলে আছে
ফেলে আসা শৈশব, পুরানো স্মৃতি!
সাময়িক স্বপ্নের কাছে যতোই অঙ্গীকার করি
ভুলে যেতে ততোই ফেঁপে ফুলে ওঠে।
ভাবি যাকে ফেলে এসেছি পেছনে, কাছে যাবনা আর
নিঃসঙ্গ ভুলে থাকবো বহুদিন।
অনুরাগে যায় কিছুটা সময় তারপর ফের তোলপাড়,
বিষণ্ণ মেঘের গুরু গুরু!
প্রবল তান্ডবে কেঁপে ওঠে মনোভূমি ,
ভেঙে যায় বোধিবৃক্ষের ডাল।
ফেলে আসা শৈশব, পুরানো স্মৃতি!
সাময়িক স্বপ্নের কাছে যতোই অঙ্গীকার করি
ভুলে যেতে ততোই ফেঁপে ফুলে ওঠে।
ভাবি যাকে ফেলে এসেছি পেছনে, কাছে যাবনা আর
নিঃসঙ্গ ভুলে থাকবো বহুদিন।
অনুরাগে যায় কিছুটা সময় তারপর ফের তোলপাড়,
বিষণ্ণ মেঘের গুরু গুরু!
প্রবল তান্ডবে কেঁপে ওঠে মনোভূমি ,
ভেঙে যায় বোধিবৃক্ষের ডাল।
কোন মন্তব্য নেই