Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আসা না আসার দোলাচলে / তারাশংকর বন্দ্যোপাধ্যায়

কি অবলীলায় যেন উত্তর থেকে দক্ষিণ মেরু                                                 
ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছিলে তুমি
পরে যখন ঝড় উঠলো
সমস্ত দরজা জানলা গুলো খুলে দিলে হাট করে
বললে অঘ্রাণে এসো যেন।

শেষ অঘ্রাণের তুমুল শীতের ভোরবেলায়
যখন খেজুর গাছ থেকে হাঁড়ি ভর্তি রস নামাচ্ছিল ষোলেমন কাকু,
আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম গাছের নীচে,
আধো অন্ধকারে আমাকে আর একটি গাছ মনে করে
চলে গেছিল ষোলেমন কাকু,
জিরেন কাট রস দিয়ে আর গ্লাস ভর্তি করতে পারিনি সেদিন।

তখন নবান্নের উৎসবে কত কিছুই নতুন
পরে যখন অলস দুপুর এসে জানলা বন্ধ করলো
তুমি উঠোন পেরিয়ে খিড়কি দরজা খুলে নেমে গেলে পুকুরের ঘাটে
বললে চৈত্রে আসবে তো?

আসা না আসার দোলাচলে
তখন আমি একটু ঝড়ের সংকেত খুঁজছিলাম। 






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.