কন্ঠলগ্না / অসিত বরণ চট্টোপাধ্যায়
কুয়াশায় মোড়া পৃথিবী জাগবে এবার
সূর্যস্নাত ভোরের কুমারী আলোয়
পথ ভেসে যাবে সুগন্ধি ফুলের সুবাসে
এবং ক্রিস্টাল ফোয়ারায় উদ্ভাসে।
কন্ঠলগ্না তোমাকে নিয়ে ভাসবো আকাশে,
অন্তহীন ছেঁড়া মেঘের ভেলায়,
তোমার পিয়াসী ঠোঁট থেকে শুষে নেব
দিগন্তের গভীর উষ্ণতা।
হৈমন্তিকা গোধূলির নিরন্তর অপেক্ষা
কন্ঠলগ্না তুমি আর আমি,এবং
ভালবাসার গভীর আঁধার,
চুম্বনে
চুম্বনে রাত পারাপার।
কোন মন্তব্য নেই