Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নিরপেক্ষতা হীনতায় / মনোজ অধিকারী

১.                                                                                 

বিকেল হলেই মনখারাপগুলো গা ঘেঁষে বসে ছেঁড়া পালের হাতছানি।
গভীর থেকে আরও গভীর অন্ধকারে চলে যায় অমাবস্যার চাঁদ।
জোনাকির ফোঁটা ফোঁটা আলো।আমাদের পৃথিবী তখন আর আমাদের থাকে না।
ভেঙে পড়া আলোয় শুনি যত নক্ষত্র পতনের হু হু শব্দ।

২.

যত বৃষ্টির দাগ সব চাবুকের শাসন।
যত মা-বোনের স্তন শিশুদের দাঁতের কামড়ের ক্ষত।
আমি গুনি। গুনতে থাকি চল্লিশ বছরের সন্তান প্রসবের দাগ।
নিরপেক্ষতার অভাব।

৩.

প্রেমিক, এক প্রকারের বৈকালিক ঝড়, সামুদ্রিক প্রতিবাদ। 







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.