অস্থায়ী কোলাজ - ২ / চন্দনকৃষ্ণ পাল
শূন্যতায় তৈরী মহল
এভাবেই ভেঙে পড়ে জেনেও
মাপ-জোক, অংকনের আয়োজনে
পূর্ণ করো বসন্তের দিন,
সংগ্রহের ব্যস্ততায় ঐ চাঁদমুখে মাখো
মলিনতার তীব্র মায়াজাল ।
কে আর ছিন্ন করে,
কার এত বাহুতে আগুন ?
স্বপ্নময় জ্যোৎস্নায় অবগাহন
হলো
ঢেউময় সৈকতে কত পদছাপ
উত্তুঙ্গ পাহাড়ে কতো ফেলে আসা দিন ।
পিছনে ফিরলেই আলো যদি
তবে কেনো এই দিনে এতো অন্ধকার
রিক্ততায় আবদ্ধ কেনো
পূর্ণতার মুখর আস্বাদ ?
বিভ্রান্ত চিন্তা স্রোত পথ খোঁজে একা
শূন্যতায় ভরে থাকে বিষণ্ণ বাতাস ।
কোন মন্তব্য নেই