Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

একজন মাতাল শ্রমিকের সংলাপ / মাহমুদ টোকন

জড়িয়ে ধরেছি পা, নোয়াচ্ছি মস্তক                                               
যাসনে এ ভরসন্ধ্যায়... ঝোপাঝাঁড়... শেয়াল শ্বাপদ
ওই তো কুমড়ো বীজ, অদ্য পেয়েছে ভ্র্বণপাতা
যাসনে, জোড় করছি হাত। খুলে দিচ্ছি খাতা।

আজ সন্ধ্যায় মিলেছে সাপ্তাহিক
সত্যি বলছি নয়শ পচাত্তর। তিন কিলো চাল, আলু-ডাল-মুড়ি পোঁয়া
বিশ্বাস কর যায়নি ইলিশ ছোঁয়া... ছেড়ে দে মা, কেঁদে মরি
তবু অবিশ্বাস? তমু মিস্তিরি ছিলো, সাক্ষী মানতে পারি। 

মুদির দোকান পাওনা ঘ্যানর-ঘ্যান
দিয়েছি ত্রিশেক, খেউড় সে-কী খিস্তি
খুন চেপে গেল তবুও তুলিনি হাত। তোর উপদেশ-
মনে পড়ে গেলো তখনি অকস্ম্যাৎ।

১পাতা বড়ি জন্মনিয়ন্ত্রণ
দ্যাখ, ঠিকঠিক আনতে ভুলিনি দ্যাখ! 





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.