ঘাতক / সঞ্জীব চট্টোপাধ্যায়
রাস্তাগুলো ফাঁকা হয়ে আছে, মানুষ নেই
পিচ গলে ঢুকে পড়েছে নরকে
মগজে লাভার পাপড়ি সাজিয়ে চলছে মগজ ধোলাই
কে নিয়ে গেছে ওদের? রক্ষক ভক্ষক নাকি
তক্ষক!
নিরুত্তর। জীব
কাটা টমির ঘেউ জোনাক পোকার
পিছনে ফিরল উলটো হয়ে।অন্ধকারের মিটমিট শয়তান।
পশু রক্তে প্রভু ভক্তি শিরায় শিরায় ফুলে উঠছে
কুণ্ড থেকে উগরে আসছে ভ্রূকুটি, পিণ্ড।
বজ্জাত টমি শেষ পর্যন্ত লাল
টপকে ঝাঁপ দিল-
স্থির হয়ে আসা ফোকাস থেকে দেখলাম
স্থির হয়ে আসা ফোকাস থেকে দেখলাম
চারিদিকে উড়ে বেড়াচ্ছে বিষাক্ত পশু ভস্ম
মাটিতে পড়ছে আর টাটকা রক্তে গা ভেজাচ্ছে।
সে রক্ত আমার হৃৎপিণ্ড থেকে গড়িয়েছে
ঝাঁপ দেবার আগেই টমি ঘাতক হয়ে উঠেছিল।
ঝাঁপ দেবার আগেই টমি ঘাতক হয়ে উঠেছিল।
কোন মন্তব্য নেই