উত্থান-পতন / চন্দনকৃষ্ণ পাল
লাল
পিঁপড়ের পালক গজালো দেখতে দেখতে
অন্ধকার
তা তা থৈ নৃত্য মুদ্রা ছড়াতে ছড়াতে
প্রবাহমান,
উড়ার
সাধ সবুজ ছেড়ে কালচে আকাশ ছোঁয়
আলো
প্রদীপের কোল ছেড়ে আঙিনায়
হামাগুড়ি
দিতে দিতে পালকের স্বাদ চেখে দেখে
তারপর
উত্তরসূরীদের
আরো চমৎকার পালক গজাতে থাকে ।
কোন মন্তব্য নেই