নিয়ন / চিরদীপ সরকার
নৈসর্গিক নিয়ন আলো,
নিশ্চুপ
হাতঘড়ি,
নিস্তব্ধ স্পন্দন, শুধু স্বপ্ন
চুরি করি।
তারা গুনি, জানি সীমাহীন,
নিয়ন
একাকী হাসে,
জোনাকীরাও অপরিসীম নিয়ন ভালোবাসে।
বেডরুমের প্রসাধনীর আড়ালেও আছে কীট
হ্যালোজিনের আলো তবু তারাদের মিটমিট
কাছে ডাকে,বলে ফিরে আয়,
আলোকবর্ষ দূরে
বৃত্তাকার ভ্রমণ শুধু আঁধার রোদ্দুরে
মৃত আমি তবু তোর জন্য জেগে আছে এই আলো
পৌঁছাবে যেদিন পৃথিবী বুকে বলবে বাসি
ভালো
চলে আয় শুধু শান্তি, শান্তি আকাশ
জুড়ে
স্তিমিত রাতের নিয়ন দে'ব প্রখর
রোদ্দুরে।
কোন মন্তব্য নেই