মুক্তি / চিরদীপ সরকার
গুঁড়ো গুঁড়ো আকাশ ঝরেছিল বুকে
স্বাধীন শিশির মেখে ঘুমিয়েছিল ফুল
যন্ত্রণার মেহেরবানি
সময় অসুখে
লীন তাপে হয়নি বিলীন সারা জীবনের ভুল।
লীন তাপে হয়নি বিলীন সারা জীবনের ভুল।
একবুক পরাগ আশা সময় ঘূর্ণিপাকে
ট্রামের চাকায় পর্যায়বৃত্ত রোজনামচার ক্ষণ
গন্তব্যের মাইলস্টোন পথের বাঁকে বাঁকে
শতাব্দীর মুক্তি খোঁজে নজরবন্দি মন।
ইমারতের বটবৃক্ষের একাকীত্ব শেষে
একবুক পাখির বাসায় জন্ম শত ভোর
পৌনঃপুনিক সময় 'শুরু-শেষ'
কে
ভালোবেসে
মুক্তির হরিণ খোঁজে চিরশাশ্বত দৌড়।
কোন মন্তব্য নেই