Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

একটা কিছু হয়ে গিয়েছে বোধহয়..! / সুব্রত মুখোপাধ্যায়

একটা কিছু হয়ে গিয়েছে বোধহয় -
নয়তো কেন নিথর ওই দেহ ?
সবে মাত্র দেখেছি আমি উদয় ,
শীঘ্রাস্তের কারণ বল না কেহ .. 

তবে কি জেতা হয়ে ওঠেনি তার ?
স্তম্ভটা কি দম্ভে ভেঙে চূর ?
শব্দটা কি জোরে হয়েছে ভাঙার ?
নিম্নগামী পথ কি অতি দূর

ভূকম্পন হয়েছে মালভূমে !
আসরে আজ ক্ষিপ্ত নটরাজ !...
আলিঙ্গন আলগা হয়েছে ঘুমে ~
শক্ত হবে পড়লে পরে বাজ ! 

ঝরঝরিয়ে ঝরবে মুষলধারে ..
থরথরিয়ে উঠবে পদ্মযুগল ..
দমকা হাওয়া আসবে বারে-বারে !
ছন্দহারা হয়ে বাজবে মাদল !

অনতিদূরের নীল আলো হবে লাল !
বাঁশীটা পড়ে থাকবে মেখে ধুলো ~
'মাকড়সারা' যাবে বুনে মায়া জাল..
আটকা পড়বে ছোট ছোট প্রাণী গুলো ~

বয়ে চলবে অসাড়ে ফল্গুধারা ..
স্মৃতির তুলি টানবে শত আঁচড় ..
আশার কুয়াশায় হারিয়ে গিয়ে তারা ,
আছাড় খাবে উপড়ে গিয়ে শিকড় !

কোমল দেহ রাঙিয়ে রাঙা মাটি ,
থাকবে পড়ে চিত হয়ে ক্ষণ-কাল ;
পদযুগল ফুটবে গুটি-গুটি ~
জন্ম নেবে আর এক নতুন সাল !

স্পর্শে কাতর স্পর্শকাতর হৃদয় -
লজ্জা তাকে করছে পিছু ধাওয়া ..
একটা কিছু হয়ে গিয়েছে বোধহয় ,
নয়তো কেন অমন করে চাওয়া ??

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.