Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিকেল বেলার ভুল / পার্থ সারথী গোস্বামী

শেষ বিকেলে আমার ঊসর কূল                                                                                                   
সম্ভাবনায় জাগল কিশলয় ,
দখিন বাতাস বার্তা এনেছিল ,
আসবে কলি, ফুটবে নতুন ফুল।।

ধূসর ভূমে আবার সবুজ যোগ
ঢাকবে হলুদ রোদে, শান্ত শীতল ছায়া,
ভগ্ন বুকে ছড়িয়ে শেকড় তার,
সারিয়ে দেবে ভূমি ক্ষয়ের রোগ।।

হঠাৎ, আকাশ জুড়ে কৃষ্ণ কালো মেঘ
মলয় বাতাস হল ফাগুন ঝড় ,
দারুণ বেগে উড়ল সবকিছু,
রইল পড়ে, আমার একমুঠো আবেগ।।

বেলা শেষে যখন এলো জোয়ার
ভাঙ্গা বুকে তখন আগুন ফাগুন ফুল,
জীর্ন কূল পারেনা সইতে স্রোত,
ভাঙ্গে তীর, বেলা শেষের ভুল।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.