Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অন্ধকারের রঙ / ফাল্গুনী ঘোষ



অন্ধকারের অলিন্দে যে রঙধনু
সাজানো থাকে, সেখানে
লাল, নীল, সবুজ কত রঙ....

গাছেরা সবুজ শুষে নিতে জানে।
শষ্পগন্ধে স্নানশুদ্ধ হয়ে যাওয়া
সবুজ হৃদপিণ্ডের নামই গাছ।
ঘন সবুজকে মানুষ বলে ডাকি।
বিপ্লবের অভিঘাত আগুন লাল,
আবার কোনো রিনরিনে চুড়ি
নিজেকে রাঙিয়ে হয় লাজবন্তী।
এরকম টকটকে লালকে ডাকি প্রেম।

আবেগ সিঁড়ির শেষে নীলাভ বিস্তার,
নীল তমিস্রায় বীজ বোনে চাষী।
ইচ্ছেডানার মানবিক শ্বাস প্রশ্বাসে
নিবিড় ভিজে যাওয়া, ওটাই স্বপ্ন।

তাই, প্রিয় নীলকে ডাকি অন্ধকার...



অলঙ্করণ-সঞ্জীব




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.