Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

প্রিয় / সাগরিকা ঘোষ

 
প্রণামের প্রমাণ চাই না প্রিয় বরং আদরের দাগ রেখে যেও ঠোঁটে
প্যান্ডেলের ভিড়ে ছুঁতে চাওয়া কিশোরী-গালে
বহুল-চর্চিত সিঁদুরও জেনো গোলাপ হয়ে ফোটে ।


আমি তো মেঘ আঁকি কোলের বালিশের ওমে
আমি তো জল রাখি চোখেই, আধোঘুমে
যখন থিতু হয় ধুলো-বালি সেই জলের নীচে
যেন আনমনে শুয়ে প
ড়ে ছেড়ে যাওয়া প্রেম
আমাকেই খোঁজে ...
আমার মতন পাশ ফেরা শিখতে যদিও তার এখনও কিছু বাকি
বাবার শার্টে, মায়ের আদরজামা আমি ভালোবাসা দিয়ে আঁকি ।


রাত্রি তোমাকে কতটা দেবে?
কতটা দেবে আলো?
-কিচ্ছু বুঝি না কিচ্ছু জানি না সে শুধু বলে গিয়েছে
মোমবাতি হয়ে জ্বলো


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.