Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

শ্রাবস্তী / সুমন্ত চট্টোপাধ্যায়

আরো একটা কারুকার্যহীন রাত
চান্দেলা রাজবংশের স্থাপত্য মুছে
চুপচাপ বসি আমরাশব্দহীন।
জ্যোৎস্না মাখা যে সেতু যাতায়াতহীন বহুকাল,
সেখান থেকেই অগোছালো
কবিতায় পা চুবিয়ে ভয়াবহতা দেখি।

ভয়াবহতাবাওবাবের মত প্রকান্ড রাতগুলোতে
রক্ত আর বিদ্যুতের সংঘর্ষ চলে,
লাখো আর্তনাদ শুষে নেয় কালো আকাশ।
আর আমার কোনো সংশয় থাকেনা,
দোলাচল আর ত্রাসের পাথার ভুলে
অমরত্ব শিখি নিশ্চল শান্তির ভেতর।

শতাব্দী প্রাচীন ইটালীর মিনারগুলো যেমন
পর্যটকের বিস্ময়চোখে দাঁড়িয়ে থাকে,
প্রাকৃতিক বিপর্যয়েরও ভয় পাইনা আর।
ভয়হীন জীবন দেবদূতের মতকিংবা শয়তান,
কি হতে পারে যদি কোনো বেনামী চোরকানাচে
খোলাচুলের গন্ধ আমায় শহীদ করে যায়!


1 টি মন্তব্য:

  1. বাংলা ওয়েব মাসিক সাহিত্য পত্রিকার এক নব প্রয়াস "একবিংশের নকশা"। সকলল লেখক পাঠকে যানাই আমান্ত্রন।
    http://enaksha.blogspot.in

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.