Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিষাদের বরফ / জয়ন্ত দেবব্রত চৌধুরী

প্রত্যেক মানুষেরই একটা বিশুদ্ধ ব্যক্তিগত মরীচিকা থাকে
সকল মানুষেরই ভেতরে থাকে ঢিপকরা একটা বালিয়াড়ি
সবার ভেতরেই আছে তুমুল তছনছকরা এক বালুঝড়
ছাড়া পেলে যা শুধুই তট ভাঙ্গেচোরে

প্রত্যেক মানুষেরই একটা টকটকে টবে পোঁতা ক্যাকটাস থাকে
সকল মানুষেরই ভেতরে থাকে উড়োঝুরো শুকনো পাতা
সবার ভেতরেই আছে জমকালো জটাজুটওলা এক শেকড়
যেটা শুধু কিছু আঁকড়ে ধরতে ঘোরে
 
প্রত্যেক মানুষেরই একটা কাপেভরা কেলাসিত কান্নাকাটি থাকে
সকল ভেতরে থাকে ভরাভাদরের একটা মেঘ
সবার ভেতরেই আছে অসুখী আকুলবিকুল এক তটিনী
যেটা শুধু একূল ভাঙ্গে, ওকূল জোড়ে
                                                                                          
আর.
ফ্রিজিডেয়ারে ঢেলে জমানো জনমবিষাদের বরফে
ছোটলোক-বড়োলোক সকলেরই সমান অধিকার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.