Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বিদ্যুৎলিপি / আকাশ গঙ্গোপাধ্যায়

একবার রোদ একবার ফেরা মেঘে
ভেজা ভেজা মন, ভিজে যাওয়া কিছু রাগ
ক্ষণিকের ক্ষত, খুশিমতো লাগা দাগ
দু'চার ফোঁটাতে ধুয়ে যায় দ্রুত বেগে

কাঁদে কিছু চোখ স্বপ্নবন্দি হয়ে
কোনো কোনো চোখে ভাসে মুক্তির গান
বাঁধন ভাঙার ইচ্ছেয় ভরা বান
অসন্তোষের আঙিনায় যায় বয়ে

চিলেকোঠা পাশে কেদারায় দুটো হাত
চাপা ইচ্ছেরা ভেজে ধেয়ে আসা রোষে
আরও দুটি হাত তারই পথ চেয়ে বসে
একা হেঁটে যায় ভাবনায় ঘেরা রাত




দিন-শেষে সব বিদঘুটে চেহারাতে
অস্বস্তির বাস মোজা ভরা জলে
ভেজা পা দুখানা তবুও এগিয়ে চলে
দুমুঠো আবেগ তো চাই পাতে!

দেওয়ালের কোণে ঢুকে আসা ভেজা ছাপ
ছাতায় দাঁড়িয়ে দেখা গঙ্গার স্নান
বেড়ে চলে ছেঁড়া স্বপ্নের পরিমাণ
ঘন মেঘ ঢাকে চেনা সূর্যের তাপ

কালো পর্দাকে ভেদ করা আলোরেখা
বৃষ্টির ছাঁটে কাদা ইচ্ছের ঢিপি
বর্ষা নামার প্রকট পাণ্ডুলিপি
অচেনা আকাশে বিদ্যুৎ দিয়ে লেখা!












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.