Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তিতাস / নচিকেতা মাহাত

সময়ের অন্তহীন ঘেরাটোপ ভেদ করে গেছে,
ক্লান্ত সময় দু'একবার উঁকি দিয়ে যায়।
ঝরা বাদলের দিনে কখনো বিষণ্ণ বিকেলে
বেশ মনে পড়ে তোর কথা।
তাল, তমাল, খেজুর- তার মাঝে তিতাস।
বন্য প্রেম, সে কথা বলার নয়।
সে ছুঁয়ে যায় অবিরত, আহ্লাদে,
ধূসর পাণ্ডুর মুখে, বোবা কান্না !
সময় পেরিয়ে যায়, ছটার ঘণ্টা !
মেঘ কালো করে আসে, শুধুই বাতাস
সামনে ধুলোর ঝড়। পেছনে তিতাস...
একবার ডেকে বলে, তুমি তো নদী ভালোবাসো ?
জানো, তিতাস একটি নদীর নাম ?




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.