Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

নগ্নিকা / প্রসেনজিত মজুমদার

এক

ম্যাজেন্টা রঙের ঝর্ণার পাদদেশ থেকে
                          উঠে এলে তুমি,
পরনে বাসন্তী রঙের শাড়ি,
হাতে হিরণ্ময় তলোয়ার, চোখে জলপরি মায়া,
খুলে ফেললে খোঁপা, শতাব্দীর বুকে
ছড়িয়ে দিলে কেশ;
ধীরে ধীরে খুলে ফেললে সমস্ত আবরণ,
তিমিরবিনাশী অরণ্যের পাঁজর
                     ঠিকরে বেরুচ্ছে তোমার নগ্নিকা রূপ
সমস্ত পৃথিবী তোলপাড় করা
কোলাহল উঠল হঠাৎ, ঝাপসা হয়ে গেলো দৃশ্যপট।
তারপর ফের তুমি,অনন্ত ভাস্কর্যের শরীর,...

দুই

সমস্ত পৃথিবী এখন দৃষ্টিহীন,চোখ পুড়ে গেছে,
গুটিকয়েক মানুষ শুধু দেখতে পায়
রক্তিম সূর্যের রশ্মি এসে পড়ে
                             তোমার নীরব শরীরে

ওরা কবি, ওরা অন্ধ,
                      ওদের চোখ পোড়ে না......





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.