Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

আশাগুলো খেয়ে যায় হতাশার ঘুণ / ইকবাল মাহফুজ

এখানে আকাশ নামে জলপাই রং করে মুখ
নীড়মুখো ডাহুকের পাখনার কারুকাজ দেখে
দেখি রোজ কেউ যেন ফেরার কাব্যগুলো লেখে
কি জানি মিলন সুখে সৃষ্টির তরে উন্মুখ।

কবিও কি আশাবাদী ফিরবে সে ঘোর লাগা সাঁঝে         
সে শুধু আমায় বলে- আশা রাখো, আশাই জীবন
আশাই জাগিয়ে রাখে শনশনে বকুলের বন
তবু জানি আশা নেই গোধূলির এই কারুকাজে!

আশা ছিল, ভালোবাসা ছিল কিনা কে জানে!
হয়ত আশার বুক খেয়ে গেছে হতাশার ঘুণ
তবু বলি নিভে যাও, নিভে যাও ক্ষতের আগুন
গানগুলো সংকোচে মিশে যায় সব অভিমানে।

আশা নেই তবু বলি ফিরে এসো ফিরে এসো বাঁকে
দেখোনা এখনো ওই নীড়মুখো ডাহুকেরা ডাকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.