Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ঘুঙুরের পাড় / কৌশিক ভাদুড়ী

আঁজলায় হারিয়েছি নৌকার হাতছানি
ফিরে ফিরে আসি আমার পিছনে আমি 
সাঁতার শিকলে বেঁধে ঢেউ স্থানু করি।
অফুরন্ত ডেকে নিই ট্রেনে চড়ে গেলে
স্বেচ্ছাতে কাঁধে ঘরবাড়ি তোলে ফুরুত।
আর গেলে ভিনদেশী বাসে ঠাঁই নিই 
ছাদে, হাতা হাঁড়ি ঝাঁঝরিপাতির সাথে।
যদি পরবশ হয়ে ফেরাও কিঞ্চিৎ 
বল কত দেবে; ঘুরিয়ে দেবে জনম?
নিশি স্রোত এলো করে ঘুঙুরের পাড় 
মর্মে মন্দ্রিত জোয়ার, গেঁথে দেবে ভাঁটায়? 
পরজন্ম দিলে তার পেটে একবার 
মাতা ভগ্নী নীলা সে যা', দিও আমাকে
তোমাকে চেনাতে ত্রিকোণ, কে ইদিপাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.