Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সেমিনারে থাকা না থাকা / ইন্দ্রনীল সেনগুপ্ত

যুক্তি থেকে স্বল্প দূরে বসবাস,
তোমার কথা গিলে ফেলছে কিছু মাছ,
তাদের জন্যই তোমার চাষবাস।
সারবত্তা বোঝ না তাই বোঝালেও না,
পড়লে কিছু করলে কিছু অনুবাদ,
তুললে বদহজমের ঢেঁকুর,
তোমার বই পাতার পর পাতা খুব ভালো করে ছাপা,
থার্মোডায়নামিক্সে কবিতার ভুমিকা,
শেক্সপিয়ারের ইন্টিগ্রাল ক্যালকুলাস।

জনসমষ্টির মধ্যে কেবল একটি লাল সালোয়ার
আগ্রহী নারীকে খুব মন দিয়ে দেখতে লাগলাম,
কখন উঠে আসতাম ওই ফরসা মেয়েটা না থাকলে।

পাওয়ার পয়েন্টের স্লাইড সরে গেল,
স্ক্রীনে ফেলছো লাল ছুঁচোল আলো,
বিষয় যাই হোক না কেন,
ইংরেজিটা বলো ভাল,
এটুকই যা বুঝলাম

জামাটাও সুন্দর ট্রাউজারে গোঁজা,
চুলে ঢেউ খেলে যায় স্প্লিট এসির মৃদু মৃদু হাওয়া

এসব না থাকলে মেয়েরাও চলে যেত,
আর আমার থাকার কারণ ইতিমধ্যে প্রকাশিত।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.