Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

লুকোনো আশ্রয় থেকে / তারাশংকর বন্দ্যোপাধ্যায়

আমার বাড়িতে কোন চিলেকোঠা ছিলনা,
তাই পাঁচিলের আড়ালে দাঁড়িয়ে একটু একা হতাম
আমার লুকোনো আশ্রয়।

পাছে কেউ দেখে ফেলে আমার গোপন খুঁজে ফেরা
মুখে মুখে রাষ্ট্র করে দেয় - আকাশের গায়ে কি কি লিখে দিচ্ছি
কেউ দেখবে বলে,
তাই
দুপুর আরও নির্জন হয়ে যেত,
গাছেদের নতুন পাতা ফিস ফিস করে রটিয়ে দিত
বসন্তদিনের গল্প।

খুঁজে ফেরা চিরদিনই চলে
হাসি মুখে হোলি খেলা - গায়ের আবির যত
ধুয়ে দিলে উঠে যায়,
ফাগুনই আসল কথা বলে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.