Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

সম্পর্ক / পিয়ালী বসু

কদিন ধরেই ভাঁজটা খুলছে
নিপাট নিখুঁত বুননে বেঁধে রাখা তোমার আমার
আপাত স্বচ্ছ অথচ অস্বচ্ছ সম্পর্কটা
তবুও প্রতিটি বর্ষণ মুখর রাতে
মল্লারের সাথে তোমাকেও তীব্র ভাবে মনে পড়ায়
শোবার ঘরের বিছানার নৈঋত কোণে
এখনও লেগে পরিচিত চুল আর শার্টের ঘ্রাণ
তবুও মেনে নিতে হয়
ভাঁজটা ভাঙার এই আপাত সরল সত্যটা
মেনে নিতে হয় টাটকা থেকে বাসি হওয়ার
সহজ পরিবর্তনটাও
Every night I wish we could go that way as things were
আর ঠিক এই কারণেই
এতগুলি উন্মত্ত শীত আর গ্রীষ্ম পেরিয়ে এসেও
আমরা প্রেম কাহিনী রচনা করতে পারলাম না






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.