Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

তুমি ও তারা / নচিকেতা মাহাত

একটু একটু করে মিশে যাওয়া মন,
ক্লান্তিহীন পাখির ডাকের মতো হাঁপিয়ে ওঠে।
ধোঁয়া কুয়াশার মিশেল,
ল্যাম্পপোস্টের নিয়নের আলো,
ভিড়ের মাঝে জায়গা খোঁজে।
রেলিঙের ধারে, পার্কের কিনারায়, কত চেনা মুখ ভেসে ওঠে।
বাঁকা চাঁদ আকাশের বুকে,
ঠাণ্ডা হাওয়া, ঝিঁঝিঁপোকার ডাকে,
মনটা বড়ো উতলা মনে হয়।
দূরে দেখা যায় গঙ্গার বুকে আলো।
স্টিমার কিংবা জাহাজ ছুটে চলে।
ভেসে যায় সুদূর পথের যাত্রী।
চেনা গলা, অবাক হই না মোটে, পিঠে হাত লাগে 'কি রে অরূপ নাকি?'
ছেলেবেলার বন্ধু তো ভুলেনি এখনও, সহজে আমিও ভুলিনি।
ছেলেবেলার বন্ধুরা তোমার মতো নয়,
সম্পর্ক বেশী কিছু নয়, শুধু বন্ধুত্ব ভালোবাসে।



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.