Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / আশিষ সমাদ্দার

দুঃখ পাখি 

যে মেয়েটি ভালবাসা থেকে বার বার
ভয় পেয়ে পালিয়ে বেড়ায়,
তারই ওড়নায় বাঁধা দুঃখ পাখির গান।
বুক ছাপিয়ে অস্থিরতা বেড়িয়ে আসবে
ওই ঘাস বালিশে রাতের শরীরে।
জ্যোৎস্না রাতে মেয়েটি চেয়ে থাকে জুঁই ফুলের দিকে,
বেড়িয়ে আসে ঘুম বারান্দার ধারে,
কালো জলকে এঁকে রাখা ওই সাদা পাতার
উপর আজকে চাঁদের আলো পড়বেই,
দুঃখ পাখি ডানা থেকে ছিঁড়ে দেবে
একটি করে পালক,
অস্থিরতার বহিঃপ্রকাশের সময় আসলে
মুক্ত ডানায় মেয়েটি উড়ে যাবে
তরুণ কবির পাশে,
সময় অসময়ে আমার রক্তচক্ষু হিম হয়ে থাকবে। 

কিছু পেয়েছ সন্ন্যাসী

সাক্ষী ঔই খোলা দরজা
     সাক্ষী ঔই মেয়ে,
কোনও একটি বাড়ির ছাদে,
ক্যামেরা হাতে বন্দি করা,
সম্পাদকের গলা চেরা,
কবিতা আমায় ছেয়ে,

জন্মান্তর পার,
     কিছুই লেখা হয়নি,
     শুধু শুধু কলম পিষে,
      রাত্রি জুড়ে সাদা কাগজের ভিড়,
ঔই খাটের পাশে জমা হয়রানি,
আর ক্লান্ত আমার নীড়,

ফিরে যাও,
    ওই নাশকরা ঈষৎ হাসিতে,
    প্রেমিক রাতের অপেক্ষাতে,
ব্যাকুল হৃদয় যে কাঁদে,
রক্তাক্ত হৃদয় সেই প্রেমের দাম দেবে,

তর্ক করে দুঃখ ছাড়া কি কিছু পেয়েছ সন্ন্যাসী?


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.