Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বসুধার সনেট / সৌম্য চক্রবর্তী

লক্ষ লক্ষ মুহূর্ত ছিটকে সরে যায়,
শুধু স্তব্ধ তামসিক শরীর নিয়ে
আমি গর্ভধারিণী; আকাশ, বাতাস
গাছ, পাথর নিজেদের দ্বিচারিতাকে
সংসারের মূলমন্ত্র বানিয়ে স্বয়ংক্রিয়।
অদৃষ্টের ডানার গর্জন ভেসে আসে,
মহাসাইক্লোনের এক নিঃশ্বাসে
ধ্বংস হয় জীবন

আবার বিশ্বাস, আবার দিগ্বিদিক
ভরে ওঠে আত্মঅহং ভরা জীবনে।
আমি দেখি গলগল গনগনে অগ্নি
বেরিয়ে আসছে আমার গর্ভ থেকে

আবারও মৃত্যু, আবারও রক্তেল কাশবন
আবারও আমার ধূসরিত হবার হাতছানি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.