Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

উত্তরনীতি / সোম যুভেন্টাস

মানচিত্র আঁকা পৃথিবীর বেলুন দেখেছি;
উঠেছে, বসেছে, চিৎকার করেছে : পরিমাণগত!
তাতে মানুষের ছবি আয়নার মতো ;
আমারই জানলায়ে যায় দেখা।

তাতে মুখ দেখা-দেখি, হাত রাখা-রাখি, গায়ে মাখা-মাখি;
শুধু প্রতিফলনের কোন-টা আলাদা :
কখনও ডায়ে, কখনও বায়েকখনো সোজা ,
বা জানলায়ে; কিন্তু :

মা- কে তখন আমি কী উত্তর দিতাম?
আমিও যদি শিশু-মৃত্যুর একটা সংখ্যা বাড়াতাম!











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.