Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ডাক / অনিরুদ্ধ দাস

সারাদিন অদ্ভুত রহস্যের ব্যথায় পালিয়ে বেড়াই
বহুদিন ধরে গোপনে গোপনে রক্ত আর স্বেদ
বড় ক্লান্ত আমি।

একতারার অবিরত সুর বাজে নীরবে।
এতটুকু বুক--পৌষালি শিশির ভেজা কুয়াশায় ঢাকা...
অস্পষ্ট কিন্তু ধ্রুব অনাবিল অনন্ত ;

হাজার বৎসর ধরে ছুটছি যে অনির্দিষ্ট অস্পষ্টের তরে,
জ্যোতিষ্ক...অস্পষ্ট ছায়া না 'লালন সাঁই '?

ডাকছে একতারা,তেপান্তরের মাঠ বাউল সুর...
রাখালের বাঁশি; হয়তো বা কালপেঁচা।

জীবন পান্থশালায় দাঁড়িয়ে বিশেষ নারী নয়
বারবার অদ্ভুত রহস্যের ডাকে পথ চলা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.