Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

দুটি কবিতা / চন্দনকৃষ্ণ পাল

অন্তর্গত কথামালা-৬

আমি ভাবনাকে বৃত্তাবদ্ধ করিনি কখনো
সমুদ্র পাহাড় কিংবা খোলা মাঠকেই প্রাধান্য দিয়েছি
মুঠোতে আটকে রাখার ইচ্ছে ছিলোনা বলেই আজ
অন্তহীন নিঃস্বতায় সমর্পিত সময় আমার।

জানিতো বিদ্রুপের তীব্র হাসি আকর্ণ বিস্তৃত করে
দিক বিদিক ছুড়ছো তুমি তামাশার তীর
তৃপ্ত হচ্ছো জানি
হও তৃপ্ত হও আরো।

সময়ের হাতেই ছেড়েছি সব বিচারের ভার
দেখিনা কতটুকু টিকে থাকে এ মৃত্তিকায়!


অন্তর্গত কথামালা-৮

সব কিছু এলোমেলো করে দেয়া ভালো?                                      

দাঁত থেকে ঝিলিক ছড়িয়ে তুমি স্থির
কি অদ্ভুত! আমি অবাক হবার আগেই
অন্য এক অধ্যায়ে যাত্রা করো শুরু
সেই শুরু থেকে আজ
সব কটা বাতি জ্বেলে দিয়ে
জ্বলে পুড়ে ছাই হওয়া দেখো
আর দিব্যি দাঁতের ঝিলিক দেখাও।

এই স্বেচ্ছাচারিতা ভালো নয় জেনেও
সবকিছু এলেমেলো করে দিয়ে
তুমি থাকো স্থির।

তোমার তাকানো নিষিদ্ধ করা ছাড়া
বোধ হয় আর কোন পথ খোলা নেই
এই বিরুদ্ধ সময়ে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.