Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

না বলা কথা / কাঞ্চন দেব

মনের নিভৃত অলিন্দে
শীতার্ত চাঁদ নিরুদ্দেশের গন্ধ ছড়ায়।
তার জোছন আলোয়, আলোকিত প্রান্তর
               ছাড়িয়ে পথ হেঁটে যায়
দূরের নক্ষত্রের দেশে ...।
গোটারাত চাঁদ আর কথা মুখোমুখি বসে থাকে।
কত কথা নক্ষত্র হয়, কত কথা ফুল হয়ে ফোটে
কত কথা আকাশের অদৃশ্য সীমা অতিক্রম করে
সুদূরের আকাশে স্বপ্নের বসতি রচনা করে।
শুধু কিছু না বলা কথার শরীর জুড়ে
পড়ে থাকে তোমাকে ভাললাগার তীব্রতা
অকাল বসন্ত হয়ে...।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.