Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

ফেরার / অভি মৈত্র

ভাবসম্প্রসারণের মতো অনেকখানি সময় নিলে,
এদিকে সব পাথর;
বালি হয়ে বয়ে গেছে সময়ের দিকে ।
ফিরে তাকালেই কাঁচের দেওয়ালে লেগে থাকা ছোপ
নানা আঙ্গুলের ছাপ দেখবে নিশ্চই,
ফিরতে চাইলেই হারিয়ে যাওয়া বিকেলের মানচিত্রে
দীর্ঘ জ্যামজট বা
ক্লান্ত ড্রইং রুমের খোলা দরজা
ভিতরে একবুক জলে হাত ধরাধরি আছে
গঙ্গা-যমুনা-পদ্মা,
ডুবে আছে কয়েক না লেখা কবিতা
অনেকটা না বলা কথা,

ফেরা না ফেরায় রয়ে গেছে
অনেক ভারসাম্যহীন ইতি-উতি এখনো ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.