Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

অনদীমাতৃক / শঙ্কর দেবনাথ

ভাঙা দেয়ালের সবুজ কার্পেট জুড়ে খেলা করে নক্ষত্রশিশুরা
আর তোমার শরীর চুয়ে আসা ফোঁটা ফোঁটা
 কস্তূরী বিছানা ভিজায়

চন্দ্রাতুরা ঘুমে অকস্মাৎ জেগে ওঠে প্রাচীন পিপাসাপাত্র-
কালাহারী গদ্যগুলো কবিতার গর্ভে ঢুকে কলায়িত হতে থাকে

বাসাংসি জীর্ণানি পুষে আমাদের জন্মান্তর তুলে রাখি শস্যের গোলায়

তারপর


তুমি আর আমি গর্হিত
  গ্রহের দ্বীপে অনদীমাতৃক প্রেমে নতুন সভ্যতা গড়ে তুলি










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.