Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

রক্তে নীল ঘুম / অঞ্জন বর্মন

যেন আমার রক্তে নীল প্রজাপতি
রক্তে শিহরণ;                                                          
আমার ঘুমের পাথর ভেঙ্গে
চেঁচিয়ে ওঠে মন

যেন আমার অলক্তক চোখ
প্রতীক্ষা চঞ্চল;
আর স্নায়ুর মধ্যে ওঠে
গোপন হিন্দোল

যেন আমার রক্ত ফেটে ফোটে
গোপন একটা ফুল;
আমার পথ চলতে পায়ে
জড়ায় তোমার চুল

যেন আমার রক্ত ভরা দেহ
ছুঁয়ে যাচ্ছে নীল বেদনা;
যেন আমি হারিয়ে যাচ্ছি আর
তোমরা আমায় কেউ খুঁজে পাচ্ছনা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.