Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কবি / আকাশ গঙ্গোপাধ্যায়

গলার কারে শিব কে আদর করি 
পকেট ভরা পরিশ্রমের ঘাম 
শব্দ লিখে ঘর বানিয়ে তাতে 
বাইরে ঝোলাই আত্মীয়দের নাম 

আমরা সবাই শব্দতুতো ভাই 
নেই ভেদাভেদ, মাথাতে এক ছাতা 
ভাঙতে ভাঙতে বয়েস বাড়ে রাতে 
কবির ব্যাগে আধখাওয়া কোলকাতা 
 
শিল্পি পেরোয় অসাবধানে পথ 
ডান পায়ে চোট, বাঁয়ের ছেঁড়া চটি 
অঙ্গে তাঁদের সৃষ্টি করার নেশা 
মানিয়ে নিয়ে বাঁচছে মোটামুটি 
 
কোপ পড়েছে, কবির হাতে বঁটি 
রক্ত ছেটে প্রাতিষ্ঠানিকতায়  
সমাজ তবু হাত গুটিয়ে থাকে 
সন্ধ্যে নামে শব্দে, কথায় কথায় 
 
এসব ভয়ের ধার ধারেনি যারা 
তারা আমার রাত কাটানোর মায়া 
আজও কবি মাথার নীচে থাকো 
তোমার উপর বালিশ চাপা ছায়া! 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.