Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

কুয়াকাটা / চন্দনকৃষ্ণ পাল

এখানে সীগাল নেই
ফাতরার বনে চরে কাঁকড়ার দল
পদশব্দ নিকটবর্তী হলে
দ্রুতই হারিয়ে যায় করে কোন ছল
বাতাসের ঝাপটার প্রতিবাদে
ফেটে পড়ে নারকেল বন
এখানের মাথিনেরা বিষণ্ণ
কি জানি কি কারণে হারিয়েছে মন.....।

প্রাচীন নৌকোর জেগে ওঠা
কার স্মৃতি জাগিয়ে দেয় এই
দীর্ঘ উপকূলে
মিশ্রি পাড়ার বুদ্ধ কি বাণীতে
আকুলতা এনে দেন এই মর্মমূলে?
কি জানি কি বলে যায়
বীচে আসা তীব্র এই ঢেউ
ঢেউ এর ভাষা আজ পড়েছো কি
                 আগন্তুক কেউ?

আমি একা হেঁটে যাই
পূর্ব থেকে পশ্চিমে, সূর্যাস্তের পথে
উদয় থেকে হেঁটে ক্লান্ত পদে
বিপন্ন, ব্যর্থ মনোরথে
চোখ তুলে তাকায়না পৃথিবীর
অণু পরমাণু
হেঁটেই চলেছি শুধু
হতেতো পারিনি আজো স্থির, স্থানু।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.