Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বীজমন্ত্র / শঙ্কর দেবনাথ

দুঃখগুলো মুখরা রমণী
আমার ঘরের মধ্যে হাড়িভাঙা খেলে আর
কয়লায় আঁচ দিয়ে জল আনে চোখে
কবিতার খাতা ছিঁড়ে টুকরো টুকরো করে
ফোঁস ফোঁস অস্থিরতা বুনে রাখে আনাচে কানাচে
ইচ্ছামতীর সবটুকু জল তার অতিকায় শুঁড়ে শুষে নিয়ে
যেন টগবগ ফোটায় আগুনে
ভালোবাসা উড়ে যায় ধোঁয়া হয়ে হয়ে  
অথচ যখন  মধ্যরাতে বৃষ্টি নামে তখন দুঃখগুলো
রমণমুখর প্রেমে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়
নক্ষত্রের গল্প বলে আমার বুকের মধ্যে পুতে দেয় চন্দনের চারা
গোপনে শেখায় সংরাগের স্বরবৃত্ত - মননের মাত্রাবৃত্ত
দুঃখের রমণে আমি সুখী হয়ে উঠি







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.