Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

পুজো / শান্তনু মণ্ডল

পুজো মানেই এক বিরাট প্রতিযোগিতা
পুজো মানেই অশুভ শক্তির বিনাশ
পুজো মানেই পেঁজা তুলোর আকাশে
অক্ষম অসাধ্য ক্লান্তিকর এক কালো মেঘ।

পুজো মানেই চাঁদার জুলুম
পুজো মানেই লক্ষ কোটি টাকার বাজেট
পুজো মানেই কাশফুলের মাথা দোলানো
সাদা আভাসে গরীবের রক্তঘাম

পুজো মানেই মদের বোতল আর
সিগারেটের ধোঁয়ায় মাতোয়ারা যৌবন
পুজো মানেই রংবাহারি আলো খেলায়
মেকআপে পোশাকে ঢাকা এক মুখোশ

পুজো হল বড়লোকের ফ্যাশন
পুজো হল দিনভিখারির একটু বাড়তি পাওনা
পুজো হল ঢাকের আওয়াজে
প্রত্যাশা বিহীন এক ব্যর্থ কলস।

পুজো হল মাকে আনার অজুহাতে
হাজারো অশুভ শক্তির আগমন
তাই মিথ্যে জলছবি সবকিছু
শান্তি পড়ে থাকে অলৌকিক গল্পের 
                    মতো নিভৃতে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.