Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

বাস্তুতন্ত্র / বনানী সমাদ্দার

বেড়ার ধারে ছোট্ট কাঁঠাল চারাটা ,
সম্বল ছিল যার চারটে কি পাঁচটা পাতা -
কোথা থেকে এক ছাগল এসে মুড়িয়ে খেল 
চারাগাছটা তাতে  হয়েছেই বা কি ? 
সেও তো হবে উদরসাৎ আজ কি পরশু
সভ্য জগতে ঘুরছে যখন বাস্তুতন্ত্রের চাকা ,
করছে  শ্লথ তার গতিকে কার্বন ডাই-অক্সাইডরা
আর যে দেহটা রোদে-আগুনে-রক্তে-জলে সিক্ত হয়ে -
শুয়ে আছে  ফুটপাথের ধারে কিম্বা ব্রিজের তলায় ,
চোখে নিয়ে খালি পাকস্থলীর যন্ত্রণা
এভারেস্টের কাঁচের দেওয়াল কি  
শুনতে পাচ্ছে না তার পিত্তিরক্ষার কান্না ?
তলিয়ে যাচ্ছে  চোখের জলের খিদের গন্ধটা   
আরও, হয়তো মারিয়ানা খাতের থেকেও গভীরে
ঘোরাচ্ছে চাকা বাস্তুতন্ত্রের সভ্য জগতরাই
এখানে চলছে শুধু শক্তির একমুখী প্রবহমানতা





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.