Header Ads

1 / 5
1 / 5
1 / 5
1 / 5
1 / 5

মোম কথা / চন্দনকৃষ্ণ পাল

তারবাহী আলো নেই বলেই তোমাকে আহ্বান করি
তুমি পেখম মেলে নৃত্যে মাতো আর
আমার ধার করা বলপেন স্থবির হয়ে পড়ে,
জ্বলতে জ্বলতে নেমে যাচ্ছো নিজের মতো, এই যে

দিনভর বৃষ্টি থাকলে রবীন্দ্রনাথের আসা যাওয়া
দূরে মেঘের অস্বচ্ছতায় কিশোরীর অস্পষ্ট মুখ ছিলো
কালো কিংবা না দেখা অন্য কোন রঙ
জ্বলতে জ্বলতে ছড়িয়ে যাচ্ছে, এই যে

এবার মধ্য লগনে স্বচ্ছ হচ্ছো, তরল হচ্ছো
ঘড়ির কাটার সাথে নড়াচড়া মোটেও ভালো নয়
সূক্ষ্মতা বদমেজাজ দেখিয়ে স্থুল হতে পারে,
পেপার ওয়েট এর মুণ্ডুতে পা ফেলে দাড়িয়ে আছো, এই যে

বাড়া কমার দায়িত্ব নিয়েছো যখন তবে কেনো
তথ্যহীন রাখো ডেস্কের সাদা কাগজের শরীর ?
এক ফুঁয়ে পরপারে পাঠিয়ে দিলে কেমন হয়
লাল রঙ গায়ে মেলে নির্বাক দাঁড়িয়ে থাকা, এই যে

এতো হাসাহাসি টেবিলে ছড়ালে গামপট
মুণ্ডু নামিয়ে প্রণাম করতেই পারে নিজস্ব নিয়মে
ঐ দেখো গোলক বন্দী তিনি হেসে উঠলেন ঐ
তা হলে এসো শয্যা পানে এগোনো যাক এবার










কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.